ফের জোড়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৯ ০৭:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৭ বার।

টানা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। বুধবার আবারও জোড়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল দেশটি। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ ঘটনা নিশ্চিত করে। 

রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, সোমবার পিয়ংইয়ং ইচ্ছা প্রকাশ করে, সেপ্টেম্বরের শেষের দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা আবারও শুরু করতে চায়। পরদিনই এই জোড়া ক্ষেপণাস্ত্র চালাল দেশটি।

রাজধানী পিয়ংইয়ং থেকে ৮০ কিলোমিটার দূরত্বে কায়েচন শহর থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ৩৩০ কিলোমিটার দূরে গিয়ে জাপান সাগরের আগে ভূমিতে নিক্ষিপ্ত হয় এটি।

এ দিকে ক্ষেপণাস্ত্র দুইটির পরিসীমা এবং সামর্থ্য সম্পর্কে প্রকাশ করা না হলেও ওয়াশিংটন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে একটি মার্কিন সূত্র জানিয়েছে।

জাপান জানিয়েছে, কোনো ধরনের ক্ষেপণাস্ত্র তাদের ভূখণ্ড বা গুরুত্বপূর্ণ ইকোনমিক জোন পর্যন্ত আসেনি। ফলে তাদের জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন নয়।