রুহানির সঙ্গে বৈঠকে আপত্তি নেই ট্রাম্পের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪২ বার।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠক করতে আপত্তি নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে রুহানির সঙ্গে বৈঠকের গুঞ্জন উঠলে এমনটা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, উত্তর ক্যারোলিনা যাওয়ার আগে সোমবার এক প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প রুহানির সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথা প্রকাশ করেন। 

রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান যে, কোনো ধরনের পূর্ব শর্ত ছাড়াই ট্রাম্প রুহানির সঙ্গে দেখা করতে ইচ্ছা প্রকাশ করেছেন। কারণ আমরা ইরানের সঙ্গে কোনো ধরনের যুদ্ধ চাই না।

প্রসঙ্গত, ২০১৮ সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে ট্রাম্প প্রত্যাহার করে নিলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়।

এরপর এ বছরের মে থেকে হরমুজ প্রণালিতে তেলের জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে দ্বন্দ্ব জড়ায় যুক্তরাষ্ট্র ও ইরান। পাল্টাপাল্টি ট্যাংকার দখল ও ড্রোন ভূপাতিতের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও চরমে পৌঁছে।