বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩১১ বার।

বগুড়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন, বগুড়া নন্দীগ্রাম উপজেলার বিজরুল গ্রামের আবদুল খালেকের ছেলে তোফাজ্জল বারী বুলবুল(৪২) এবং কাহালু উপজেলার  মহিমাশা  এলাকার মৃত মনসের আলী শেখের ছেলে নুরুল ইসলাম শেখ (৪৫)। নিহতদের মধ্যে তোফাজ্জল বারী নন্দীগ্রামের একটি স্থানীয় ফাজিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের গোহাইল নামক বাসস্ট্যান্ডে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বগুড়া কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি।

কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল নন্দী জানান, গোহাইল বাসস্ট্যান্ডে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী তুলে নন্দীগ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য দাঁড়িয়ে ছিল। কিন্তু রাজশাহী থেকে বগুড়াগামী একটি চিনি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই সিএনজির উপর উল্টে এসে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই জন যাত্রী নিহত এবং তিনজন যাত্রী গুরুতর আহত হন। পরে আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর থেকেই ট্রাকের হেলপার ও চালক পলাতক রয়েছে ।