পল্লী উন্নয়ন একাডেমীর বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৩:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৯ বার।

পল্লী উন্নয়ন একাডেমী-আরডিএ’র দুইদিনব্যাপি ২৯তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন শুরু হয়েছে। বুধবার সকালে আরডিএ’র কনফারেন্স রুমে এর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য। সম্মেলনে আরডিএ’র বিগত বছরের সম্পাদিত গবেষণা কার্যক্রমের পর্যালোচনাসহ ২০১৯-২০ অর্থবছরের সার্বিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

আরডিএ’র মহাপরিচালক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাবিবর রহমান, সমবায় বিভাগের সচিব কামাল উদ্দিন তালুকদার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফল হাসান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। বৃহস্পতিবার বিকেলে দুইদিনের সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হবে।