রংপুরের উপনির্বাচনে ৭ প্রার্থী বৈধ, দুজনের মনোনয়ন বাতিল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৬ বার।

রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির প্রার্থীসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হয়েছে দুজনের।

রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কনফারেন্স রুমে বুধবার এক সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন এ ঘোষণা দেন।

তিনি বলেন, আপাতত আওয়ামী লীগের রেজাউল করিম রাজু, জাতীয় পার্টির রাহগির আল মাহি সাদ, বিএনপির রিটা রহমান, স্বতন্ত্র আসিফ শাহরিয়ার, এনপিপি’র শফিউল আলম, গণফ্রন্টের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ এবং খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মন্ডলকে বৈধ প্রার্থী ঘোষণা করা হচ্ছে।

ঋণ খেলাপি এবং বিধি অনুযায়ী মনোনয়ন দাখিল না করা সহ নানা কারণে স্বতন্ত্র প্রার্থী বিএনপির মহানগর সিনিয়র সহসভাপতি কাওসার জামান বাবলা ও বাংলাদেশ কংগ্রেস পার্টির একরামুল হকের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।

তবে পরবর্তী তিন দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসনটি শূন্য হয়। আগামী ৫ অক্টোবর ভোট গ্রহণের দিন রেখে এ আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন।