বগুড়া থিয়েটারে দুই বাংলার শিল্পীদের আড্ডা

প্রেস রিলিজ
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৭ বার।

মঙ্গলবার বগুড়া থিয়েটার কার্যালয়ে সন্ধ্যায় এক থিয়েটার আড্ডার আয়োজন করা হয়েছিল। এই থিয়েটার আড্ডায় উপস্থিত ছিলেন কোলকাতার গোবরডাঙ্গা, নকশার তিনজন বিশিষ্ট নাট্যজন দীপান্বিতা বনিক দাস, ভূমিসূতা দাস ও নাট্যনির্দেশক আশিস দাস। থিয়েটার আড্ডায় আরো উপস্থিত ছিলেন বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া থিয়েটারের সহ সভাপতি পলাশ খন্দকার, ইয়ূথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ আলিম, বগুড়া থিয়েটারের নাট্যজন নজরুল ইসলাম, খন্দকার এনাম, পাঁপড়ি ইসলাম, মাহমুদুল হাসান মিথেন,অলক পাল, বিধান কৃষ্ণ রায়, আমজাদ হোসেন শোভন, সুপিন বর্মন, সবুজ চন্দ্র বর্মণ, সর্দার হামিদ, নিশু ইসলাম, শানানা হাসান মন্দ্রীতা প্রমুখ এছাড়াও কলেজ থিয়েটারের সাধারণ সম্পাদক ওসমান গনি, মাহবুবে সোবহানি বাপ্পী,রবিউল করিম, সোহেল রানা, শাহাদৎ সোহেল, ওয়াদুদ, বায়েজিদ নিবিড়, নিয়ম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। থিয়েটার আড্ডার শুরুতে বগুড়া থিয়েটার, কলেজ থিয়েটারের পক্ষ হতে আগত অতিথিদের ফুল ও সংগঠনের প্রকাশনা তুলে দেয়া হয় এছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ইয়ূথ কয়্যারের পক্ষ হতে ফুলের শুভেচ্ছা জানানো হয়। বগুড়া থিয়েটারের আগামী প্রযোজনা নাটক ফকির মজনু শাহ্ এর পান্ডুলিপি পাঠ ও নাটকে ব্যবহৃত গান গুলি অতিথিদের শোনানো হয় এরপর কোলকাতার নাট্যশিল্পী দ্বীপান্বিতা বনিক দাস ও ভূমিসূতা দাস তাদের একক অভিনীত নাটক থেকে উপস্থিত সকলের জন্য পরিবেশন করেন। তাদের অভিনয় শৈলীতে মুগ্ধ হন উপস্থিত সকলে। নাটকের অংশ বিশেষ অভিনয়ের পর কলেজ থিয়েটারের নাট্যশিল্পী মাহবুবে সোবহানি ও শাহাদত সোহেল ফকির লালন শাহ এর গান পরিবেশন করেন। তাদের গানের সুরে সুরে মেতে ওঠেন এপাড়-ওপাড় বাংলার নাট্যকর্মীরা। সবশেষে উপস্থিত বগুড়া থিয়েটার ও কলেজ থিয়েটারের নাট্যকর্মীরা বগুড়া থিয়েটারের কালজয়ী নাটক কৈবর্ত বিদ্রোহ ও দ্রোহের গান পরিবেশন করেন। এভাবেই দুই বাংলার নাট্যকর্মীরা পারস্পরিক শিল্পবিনিময়ের মাধ্যমে একটি স্মরণীয় সন্ধ্যা কাটান বগুড়া থিয়েটার কার্যালয়ে এবং প্রত্যাশা করেন আগামীতে দুই দেশের দুই থিয়েটার দলের পারস্পরিক নাট্য পরিবেশনা বিনিময় ঘটবে।