আর্জেন্টিনার হয়ে প্রথম হ্যাটট্রিকে উচ্ছ্বসিত মার্তিনেস

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৮ বার।
মেক্সিকোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে প্রথম হ্যাটট্রিক করে দারুণ খুশি আর্জেন্টিনার তরুণ স্ট্রাইকার লাউতারো মার্তিনেস।

টেক্সাসে ম্যাচটি ৪-০ গোলে জিতে লিওনেল স্কালোনির দল। দারুণ এক হ্যাটট্রিকে লিওনেল মেসি, সের্হিও আগুরোর অনুপস্থিতি বুঝতে দেননি মার্তিনেস। অন্য গোলটি লিয়ান্দ্রো পারেদেসের।

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে সপ্তদশ মিনিটে প্রথম এগিয়ে নেন মার্তিনেস। পাঁচ মিনিট পর বাঁ পায়ের কোনাকুটি শটে আবার জালের দেখা পান ইন্টার মিলানের এই স্ট্রাইকার। ৪১তম মিনিটে নিজের তৃতীয় ও দলের চতুর্থ গোলটি করেন মার্তিনেস।

চলতি বছরে আর্জেন্টিনার হয়ে নয় ম্যাচে ৮ গোল করলেন মার্তিনেস। দেশের হয়ে সব মিলিয়ে ১৩ ম্যাচে গোল ৯টি। তবে ম্যাচ শেষে ২২ বছর বয়সী এই স্ট্রাইকারের কণ্ঠে ঝরল হ্যাটট্রিক পাওয়ার আনন্দ।

“আমি উচ্ছ্বসিত ও আবেগপ্রবণ হয়ে পড়েছি। এখানে পৌঁছাতে একজনকে অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয়। আর আপনি এই জার্সি পরে তিনটি গোল করবেন, এমনটা প্রতিদিন হয় না।”