বগুড়ায় ছয় ক্যাটাগরিতে ১৭ পুলিশ সদস্য পুরস্কৃত

অরুপ রতন শীল
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৩৫ বার।

বগুড়ায় ছয় ক্যাটাগরিতে এবার আগস্ট মাসের কর্ম সম্পাদনে ১৭ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে মাসিক কল্যাণ এবং অপরাধ সভায় বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা তাদের পুরষ্কৃত করেন। এসময় সভায় জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারদের মধ্যে  সফিজুল ইসলাম, মোকবুল হোসেন, আব্দুল জলিল এবং আরিফুর রহমান মণ্ডল,  অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে সনাতন চক্রবর্তী, গাজিউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন হেলেনা আকতার সহ পুলিশের ঊর্ধ্বতনকর্মকর্তাবৃন্দ এবং সকল থানার ওসি উপস্থিত ছিলেন

চৌকস কার্য সম্পাদনশ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী’,শ্রেষ্ঠ আগ্নেয়াস্ত্র উদ্ধারকারী' ‘সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী, গুরুত্বপূর্ন মামলার রহস্য উদঘাটন এবং বিশেষ পুরষ্কার,’ - এই পাঁচ ক্যাটাগরিতে সেরা পুলিশ সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট , নগদ অর্থ সনদ তুলে দেওয়া হয়

বগুড়ায় পুলিশের মিডিয়া বিভাগের প্রধান এবং  অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ওই ছয় ক্যাটাগরিতে এএসআই, এসআই, সার্জেন্ট,ওসি, ট্রাফিক ইন্সপেক্টর এবং সার্কেল অফিসারদের পুরষ্কারের জন্য নির্বাচিত করা হয়

চৌকস কার্য সম্পাদনকারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হয়েছেন বগুড়া শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর শ্রেষ্ঠ ইন্সপেক্টর জেলা গোয়ান্দা শাখার ইনচার্জ আছলাম আলী, শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন যথাক্রমে-  সদর থানার নুর আলম, উপশহর পুলিশ ফাড়ির আব্দুল গফুর,  এবং শিবগঞ্জ থানার মোস্তাফিজুর রহমান-১। শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন বগুড়া সদর থানার আব্দুস সালাম এবং দুপচাচিয়া থানার হাফিজুর রহমান এবং সদর ফাড়ির নজরুল ইসলাম।

 শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে পুরস্কার পেয়েছেন  ডিবি শাখার এসআই সাইফুল ইসলাম।

শ্রেষ্ঠ আগ্নেয়াস্ত্র উদ্ধারকারী নির্বাচিত হয়েছেন নন্দীগ্রাম থানার এসআই জিন্নুর রহমান।

সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী নির্বাচিত হয়েছেন যথাক্রমে সদর ট্রাফিকের সার্জেন্ট গোপাল চন্দ্র মন্ডল এবং টিআই আনোয়ার হোসেন

গুরুত্বপূর্ন মামলার রহস্য উদঘাটন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন সদর থানার রহিম উদ্দীন।

বিশেষ পুরস্কার ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সদর থানার ইনচার্জ এসএম বদিউজ্জামান,  শ্রেষ্ঠ ইন্সপেক্টর ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম এবং শ্রেষ্ঠ নারী হেল্প ডেক্স কর্মকর্তা সদর থানার এসআই রোজিনা খাতুন।

ওই সভায় পুলিশ বাহিনীর আরও ১৭ সদস্যকে অর্থ পুরস্কারে পুরস্কৃত করা হয়। তারা হলেনঃ এস আই যথাক্রমে  সদর থানার সোলায়মান আলী, শেরপুর থানার আতোয়ার রহমান পুতুল কুমার মোহন্ত, নন্দীগ্রাম থানার জিন্নুর রহমান, শিবগঞ্জ থানার মোস্তাফিজুর রহমান- আহসানুল হক এবং ধুনট থানার মন্তাজ আলী।

এছাড়া এএসআই পদে অর্থ পুরস্কার লাভ করেন যথাক্রমে- সদর থানার আবু তাহের, আব্দুস সালাম, ইলিয়াছ হোসেন এবং ইউনুজ আলী, সদর ফাঁড়ির নজরুল ইসলাম, শাহাজাহানপুর থানার ইয়াসিন আলী, দুপচাচিয়া থানার হাফিজুর রহমান, গাবতলী মডেল থানার কাওসার হোসেন নয়ন কৃষ্ণ হোড়, কাহালু থানার আতাউর রহমান এছাড়াও ১০জন পুলিশ সদস্যকে অবসরোত্তর সংবর্ধনা দেয়া হয়