বগুড়া কলেজ থিয়েটারের ৩ দিন ব্যাপী পথ নাট্যোৎসব শুরু শুক্রবার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৪৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬৭ বার।

 

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন কলেজ থিয়েটার-এর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামি ১৩,১৪ ও ১৫ সেপটেম্বর তিন দিন ব্যাপি পথ নাট্যোৎসব  বিকাল চার ঘটিকায় বগুড়ার কেন্দ্র সাতমাথার কৃষ্ণ  চূড়া প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। উৎসবে বগুড়ার বিভিন্ন নাট্য সংগঠন ও বগুড়ার বাইরের জেলার বিভিন্ন নাট্য সংগঠন সহ মোট ১৩ টি নাট্য সংগঠন অংশগ্রহণ করবে। উৎসব উপলক্ষে রয়েছে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা। উৎসবের প্রথম দিনে কাহালুর পাঁচপীর এর প্রভাতী থিয়েটার মঞ্চস্থ করবে আব্দুল বাছেদ তনুর রচনা ও নির্দেশনায় নাটক "যতই পরিবে ততই শিখিবে",  সান্তাহারের চৌপাশ নাট্যাঞ্চল মঞ্চস্থ করবে রাজা ফকির এর রচনা ও নির্দেশনায় নাটক "মেশিন",  বগুড়া সরকারী কলেজ থিয়েটার মঞ্চস্থ করবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ও রবিউল করিম নির্দেশিত নাটক " রাজা ও রাজদোহী এবং সংশপ্তক থিয়েটার মঞ্চস্থ করবে মান্নান হীরার রচনায় ও নিভা সরকার  পূর্নিমা নির্দেশিত নাটক "জননী বীরঙ্গনা"। আয়োজক বৃন্দ বলেন- উৎসবের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।