পাবজি খেলতে না দেওয়ায় দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৬ বার।

পাবজি খেলার নেশায় ভারতে প্রাণ গেল আরও একজনের। এবার ‘শিকার’ দশম শ্রেণির ছাত্র লোহিত। তার বাড়ি বিশাখাপত্তমে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাবজি খেলতে খুবই ভালোবাসত লোহিত। সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে। যার কারণে পড়াশুনোতেও অবনতি হচ্ছিল। ভালোবাসা যখন চরম নেশায় পরিণত হয়েছে তখনই তারা অভিভাবকেরা মোবাইলটি কেড়ে নেন।

আর এই অভিমানেই আত্মঘাতী হয় সে। মোবাইল কেড়ে নেওয়ার পর একদিন খুবই মনমরা ছিল লোহিত। এরপরই আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।

কিছুদিন আগে একই দেশের কর্ণাটকের বেলাগাভিতে ২১ বছরের এক তরুণকে পাবজি খেলতে না দেওয়ায় সে খুন করে নিজের বাবাকে!

ছেলে সারাদিন পাবজি খেলে দেখে বাবা মোবাইল ফোন রিচার্জের টাকা দেয়নি। কেন টাকা দিল না এই রাগেই খুন হন ৬২ বছরের ওই ব্যক্তি।

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অনলাইন গেম প্লেয়ার আননোন’স ব্যাটলগ্রাউন্ডস (পাবজি)। গেমটি নেপালসহ কয়েকটি দেশে নিষিদ্ধ। গেমটির সহিংস বিষয়বস্তু শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব ফেলছে, এমন অভিযোগ আছে।