সততা সংঘের উদ্যোগে বগুড়ায় দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৮৭ বার।

বগুড়া নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল এন্ড কলেজের সততা সংঘের আয়োজনে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সততা সংঘের নেতৃবৃন্দদের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের অর্থায়নে অনুষ্ঠিত রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মাহফুজ আরা মিভা। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের সৎ থাকার মধ্য দিয়ে নিজেদের জীবন গঠনের মাধ্যমে সোনার বাংলা গড়ায় ভূমিকা রাখার আহবান জানান। তিনি আরো বলেন বর্তমানে বাংলাদেশের উন্নয়নে সবচেয়ে বড় বাধা দুর্নীতি যা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে যা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দমন করতে হবে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল গফুর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজিজুল হক এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যনির্বাহী সদস্য সঞ্জু রায়। প্রতিযোগিতা পরবর্তী বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে দুর্নীতিবিরোধী নাটক এবং গানের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়।