কোটা বহালের দাবিতে বগুড়ায় কর্মসূচি পালন করেছে 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান’

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৮ ১২:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২২ বার।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের দাবিতে বগুড়ায় অবস্থান কর্মসূচী পালন করেছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামে একটি সংগঠন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১১ টায় শহরের সাতমাথায় মুখে কালো কাপড় বেধে ওই কর্মসূচী পালন করা হয়।


সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ এপ্রিল জাতীয় সংসদে  কোটা না রাখার পক্ষে মত দেন।

এরপর ৩ অক্টোবর সরকারি বেতন স্কেলের নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) পদে নিয়োগে সব ধরনের কোটা তুলে দেয়া এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে কোটা রাখার  প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। পরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তবে সরকারি ওই প্রজ্ঞাপন বাতিল এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের সংগঠন।

বুধবার বগুড়ায় অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান বগুড়া জেলা শাখার সহ-সভাপতি আবু সাইম জাহান। আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাশেদুল হাসান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান কবির জিতু, শহর শাখার সভাপতি হাসাইন বিন মিল্লাত চঞ্চল, সাধারণ সম্পাদক হিরা হুসাইন, গোলাম কিবরিয়া বিপ্লব, নোমান, রাসেল মাহমুদ, হুমায়ুন কবির, সুজন এবং মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান সুমন।