হোয়াইট হাউজে ইসরায়েলের আড়ি পাতার যন্ত্র!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯ ১৫:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৭ বার।

আমেরিকার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান এবং হোয়াইট হাউজের খুব কাছে ইসরায়েল দুই বছর ধরে আড়ি পাতার ডিভাইস স্থাপন করেছে বলে সংবাদ ছাপিয়েছে পলিটিকো। সাবেক তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি এমন দাবি করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ছোট ওই গোয়েন্দা ডিভাইস বিভিন্ন টাওয়ারের সঙ্গে সংযোগ স্থাপন করে তথ্য সংগ্রহ করে। ফোনের নম্বরও হাতিয়ে নেয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই খবরকে ‘স্পষ্ট মিথ্যা’ দাবি করে বলেছেন, যুক্তরাষ্ট্রে তার দেশ কোনো ধরনের গোয়েন্দা কার্যক্রম রাখবে না বলে প্রতিশ্রুতি দেওয়া আছে।

আমেরিকার সাবেক তিন কর্মকর্তাকে পলিটিকোর প্রতিবেদনে উদ্ধৃত করা হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

গোয়েন্দারা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নজরদারি করতে ইসরায়েল ওই মোবাইল ডিভাইস স্থাপন করে। এফবিআই সেগুলো উদ্ধার করে তদন্ত চালিয়ে ইসরায়েলের যোগসূত্র খুঁজে পায়।