অভিষেকে প্রথম বলে উইকেট নেওয়ার রেকর্ড তাইজুলের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮০ বার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের অভিষেক ম্যাচের প্রথম বলে উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন স্পিনার তাইজুল ইসলাম। ২০ ওভারের ক্রিকেটে এই রেকর্ড আছে শ্রীলঙ্কার লক্ষ্মণ সান্দাকানেরও। ২০১৭  সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম বলে উইকেট নেন তিনি।

এদিন ইনিংসের দ্বিতীয় ওভারে এসেই উইকেট তুলে নেন তাইজুল। ব্রেন্ডন টেইলরকে মাহমুদউল্লাহর ক্যাচ বানান। তিনি আগে টি-টোয়েন্টি স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি।

শুক্রবার বৃষ্টির কারণে প্রায় দেড় ঘণ্টা সময় নষ্ট হওয়ায় দুই ওভার কমিয়ে দেওয়া হয়েছে। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সাড়ে ছয়টায়। টস জিতে আগে বল করছে বাংলাদেশ।

র‌্যাঙ্কিংয়ের বিচারে আসরের সবচেয়ে শক্তিশালী দল আফগানিস্তান। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তারা আছে সাতে। বাংলাদেশ দশে। জিম্বাবুয়ে ১৪ নম্বরে।

বাংলাদেশে এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসলেও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ হচ্ছে এই প্রথমবার।

আফগানিস্তানের কাছে টেস্ট হেরে স্বাগতিকেরা দারুণ বিপদে। অন্যদিকে আইসিসির নিষেধাজ্ঞার কারণে জিম্বাবুয়ে ডুবে আছে হতাশায়। এই সিরিজ শেষে দেশটির অনেকেই ক্রিকেটকে বিদায় বলবেন। আর কবে তারা আইসিসির টুর্নামেন্ট খেলতে পারবেন, সেটি নিশ্চিত নয়।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান।