ফ্রান্সে সৌদি যুবরাজের বোনের ১০ মাসের কারাদণ্ড

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৫:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৩ বার।

ফ্রান্সে নিজের বাড়ির এক কর্মীকে মারধর এবং কিডন্যাপ চেষ্টার দায়ে সৌদি যুবরাজের বোন হাসা বিনতে সালমানের ১০ মাসের কারাদণ্ড হয়েছে।

হাসা বিনতে সালমান প্রভাবশালী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বোন। রাজকন্যার নির্দেশে তার দেহরক্ষী ওই কর্মীকে ‘মারধর করেন’।

এই ঘটনায় ২০১৮ সালের মার্চে রাজকুমারীর বিরুদ্ধে ফ্রান্স গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। বৃহস্পতিবার রায় ঘোষণার সময় তিনি উপস্থিত ছিলেন না।

হাসার অভিযোগ, বাড়িতে রং করতে আসা কর্মী মোবাইলে তার ছবি তোলেন। সৌদি আইনে রাজকন্যার ছবি তোলা এবং প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ।

ওই কর্মী বলেন, তাকে বেঁধে রাখা হয়েছিল এবং রাজকুমারীর পায়ের পাতায় চুম্বন করার নির্দেশ দেওয়া হয়েছিল। রাজকুমারী চিৎকার দিয়ে বলেছিলেন, ওকে মেরে ফেলো। এটা একটা কুকুর। ওর বাঁচার কোনো অধিকার নেই।

রাজকন্যা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। ওই ঘটনার পর তিনি অবশ্য ফ্রান্স ত্যাগ করেন।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, রাজকন্যার আইনজীবী ইমানুয়ের মইন বলেন, মিথ্যা অভিযোগের ওপর মামলা হয়েছে। রাজকন্যা অত্যন্ত বিনয়ী, ভদ্র এবং সংস্কৃতিমনস্ক। সৌদি আইনে এবং রাজকন্যার নিরাপত্তার খাতিরেই তার ছবি তোলাটা নিষিদ্ধ।