শিরোপার কাছে গিয়ে হারল যুবারা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯ ১২:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৩ বার।

শ্রীলংকার পি সারা স্টেডিয়ামে নতুন এক সাফল্য ছুঁয়ে দেখার সুযোগ পেয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এশিয়া কাপের যুবা আসরে ত্রিশ বছর খেলছে বাংলাদেশ। আগে যুবাদের ফাইনালে ওঠা হয়নি একবারও। বৃষ্টিতে আফগানদের বিপক্ষে ম্যাচ ভেসে যাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নিয়ে ফাইনালে ওঠে যুবা টাইগাররা। ফাইনালে ভারতকে ১০৬ রানে আটকে দিয়ে শিরেপার পথ রচনা করে ফেলে। শেষ পর্যন্ত ৫ রানে হেরে স্বপ্ন ভঙ্গ হলো যুবাদের।

গত মাসের ১১ আগস্ট ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে এই ভারতের কাছে হারে বাংলাদেশ যুবা ক্রিকেটাররা। সেবার মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি এবং পারভেজ হোসাইন ইমনের ফিফটিতে ২৬১ রান তুলেও জিততে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এটা শুধু ত্রিদেশীয় সিরিজে নয় ভারতের যুবাদের এমন সাফল্য এশিয়ার বয়সভিত্তিক আসরেও অবধারিত। এর আগের সাতটি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ছয়টিতে শিরোপা ঘরে তুলেছে তারা।

তবে শনিবার শ্রীলংকায় এশিয়া কাপের ফাইনালে ভারতকে অল্প রানে গুটিয়ে দিয়ে ভিন্ন গল্প খেলার সুযোগ পায় বাংলাদেশ। ইংল্যান্ডে হারের শোধ নেওয়ার উপলক্ষ্য পেয়ে যান আকবর আলীরা। কিন্তু রান তাড়া করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মাত্র ১৬ রানে হারায় ৪ উইকেট। মিডল অর্ডারে অধিনায়ক আকবর আলী ও বা-হাঁতি মিডিয়াম পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী সামলে নেন।

আকবর আলী খেলেন ২৩ রানের ইনিংস। এছাড়া মৃত্যুঞ্জয় ২১ রান করেন। এক ছয় ও দুই চারের শট খেলেন তিনি। এর আগে বল হাতেও দুর্দান্ত করেন বাঁ-হাতি মিডিয়াম পেসার মৃত্যুঞ্জয়। তিনি ৭ ওভারে মাত্র ১৮ রান খরচায় নেন ৩ উইকেট। শামিম হোসাইন ৬ ওভারে দেন মাত্র ৮ রান। তিনিও তুলে নেন ৩ উইকেট। এছাড়া তানজিম সাকিব ও শাহিন আলম একটি করে উইকেট নেন। সাকিব (১২) এবং রাকিবুল (১১ অপ.)  শেষ অবধি ভরসা দিচ্ছিল বাংলাদেশকে। কিন্তু ৩৩তম ওভারে অঙ্কলেকর দুই উইকেট তুলে নিয়ে হারিয়ে দেন বাংলাদেশ যুবাদের।

এর আগে শুরুতে ব্যাট করতে নামা ভারত তানজিম সাকিব এবং মৃত্যুঞ্জয়ের তোপে পড়ে ৮ রানে ৩ উইকেট হারায়। ভারতীয় অধিনায়ক ধ্রুব জুরেল ৩৩ রান করেন। শেষ দিকে ক্যারান লাল খেলেন ৩৭ রানের ইনিংস। এছাড়া শ্বাশত গোপাল রাওয়াত ১৯ রান করলে একশ' ছাড়ানো সংগ্রহ পায় তারা। ভারতের হয়ে আকাশ সিং তিন উইকেট নেন। স্পিনার আঙ্কলেকর পাঁচ উইকেট নিয়ে ধসিয়ে দেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে।