টস জিতে ফিল্ডিংয়ে জিম্বাবুয়ে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯ ১২:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫০ বার।

আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

ফেভারিট হিসেবেই ত্রিদেশীয় সিরিজ শুরু করছে রশিদ খানের আফগানিস্তান। তবে বাংলাদেশের মাটিতে খেলা হওয়ায় জিম্বাবুয়েকেও বাতিলের খাতায় ফেলে দেয়া যাচ্ছে না। জিম্বাবুয়ে ও আফগানিস্তান এখন পর্যন্ত সাতটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। সেখানে শতভাগ জয় আফগানিস্তানের।

র‌্যাংকিংয়ে জিম্বাবুয়ে আছে ১৪তম স্থানে। আফগানিস্তান রয়েছে সাতে। র‌্যাংকিংয়ে দুই বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজেরও উপরে আফগানরা। এছাড়া বাংলাদেশের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে তারা। ফুরফুরে মেজাজে রয়েছে দল। টি-টোয়েন্টি ক্রিকেটে তারা আরও ভয়ংকর। তাই পরিষ্কার ফেভারিট হিসেবেই জিম্বাবুয়ের বিপক্ষে খেলছেন রশিদ খানরা।

এর আগে শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটে হেরে যায় জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে হেরে যাওয়া জিম্বাবুয়ে আজ আফগানদের হারিয়ে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর।