বগুড়ার ধুনটে ৬টি গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৩:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৭ বার।

বগুড়ার ধুনট উপজেলায় ৬টি গ্রামে ৩কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে নতুন বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার খাটিয়ামারি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ হাবিবর রহমান এমপি। গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম তছুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, পল্লী বিদ্যুৎ শেরপুর অফিসের ডিজিএম ফখরুল আলম, ধুনট সাব-জোনাল অফিসের এজিএম আব্দুর রশীদ, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান, খাটিয়ামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাআলম তালুকদার, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম রঞ্জু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম আহম্মেদ ও ছাত্রলীগ নেতা শেখ সাদী প্রমুখ। 

উল্লেখ্য, অনুষ্ঠানে উপজেলার গোপালনগর ও চিকাশী ইউনিয়নের বিশারদিয়ার, ডিগ্রীর চর, চক ডাকাতিয়া, জোড়শিমুল ও ছোট চিকাশি গ্রামের ১হাজার ৫২৫টি নতুন গ্রাহকের বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে।