জাতীয় পার্টি একটি সম্ভাবনাময় দল: জি এম কাদের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৪ বার।

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, জাতীয় পার্টি একটি সম্ভাবনাময় দল। আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় সকল বিভেদ ভুলে দলকে আরো শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান জি এম কাদের। খবর সমকাল অনলাইন 

জাপা চেয়ারম্যান আরও বলেন, দেশে ও মানুষের সকল ইস্যুতে আমরা রাজনীতির মাঠে থাকবো। তাই দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। সুসংহত করতে হবে পার্টিকে। সকল বিভেদ ভুলে সামনে এগিয়ে চলার সময় এখন।

জাপার মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, রংপুর-৩ আসন জাতীয় পার্টির। ১৯৯৬ সালের পর থেকে এই আসনে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচন করেছেন। এই আসনে জোটগতভাবে নির্বাচন করেছি আমরা।

তিনি বলেন, বিভিন্ন আসনে আওয়ামী লীগকে আমরা সমর্থন দিয়েছি, আশা করছি এই আসনে সরকারও আমাদের সমর্থন দেবে। রংপুর-৩ আসনে সাধারণ ভোটাররা উৎসব মুখর পরিবেশে লাঙ্গল প্রতীকে ভোট দেবেন।

দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা সভায় সভাপতিত্ব করেন। ঢাকা সাংগঠনিক কমিটির সদস্য সচিব প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন অনুষ্ঠান উপস্থাপনা করেন।