স্যান্ডেলের ভেতর অর্ধকোটি টাকার স্বর্ণ, বিমানযাত্রী রিমান্ডে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৬ বার।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্যান্ডেলের ভেতর অভিনব কায়দায় লুকানো প্রায় অর্ধকোটি টাকার স্বর্ণসহ গ্রেফতার মোতালেব হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। খবর যুগান্তর অনলাইন 

স্বর্ণ চোরাচালান মামলায় শনিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. জিয়াউর রহমান আসামির রিমান্ডের এ আদেশ দেন। এদিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অপরদিকে আসামিপক্ষে জামিন আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নাকচ করে রিমান্ডের ওই আদেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. মনির এসব তথ্য জানিয়েছেন।

আদালত সূত্র জানায়, শুক্রবার সকালে মাসকাট থেকে বিএস৩২২ ফ্লাইটে মোতালেব হোসেন ঢাকা আসেন। বিমানবন্দরে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় মোতালেব হোসেনের আচরণ সন্দেহ হলে কাস্টম হাউসের কর্মকর্তারা তার গতিরোধ করেন।

পরে তাকে তল্লাশি করে পরিহিত স্যান্ডেলের মধ্যে অভিনব কায়দায় লুকানো ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৬৯৮ গ্রাম ও আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা। এ ঘটনায় রাজধানীর বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়।