ভারতের ওপর ব্যবসায়িক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানালেন ইমরান খান

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৪ বার।

অধিকৃত কাশ্মীরে ভারতের অমানবিক কর্মকাণ্ডে দেশটির ওপর ব্যবসায়িক নিষেধাজ্ঞা জারি করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

রাশিয়ান একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ আহ্বান জানান তিনি।

ইমরান খান বলেন, কোনো বিবেকবান মানুষ পরমাণু যুদ্ধের কথা বলতে পারে না। কাশ্মীরের অমানবিক পরিস্থিতি দক্ষিণ এশিয়ার পরিস্থিতিকে মারাত্মকভাবে প্রভাবিত করবে।

পরমাণু যুদ্ধের আশঙ্কা করে তিনি বলেন, পারমাণবিক শক্তিধর দুটি দেশ এখন মুখোমুখি অবস্থানে রয়েছে। যদি কোনক্রমে তাদের মধ্যে যুদ্ধ বেধে যায়, তাহলে এটি বিশ্বের জন্য ভয়ঙ্কর হুমকির কারণ হবে। এ জন্য পরিস্থিতি শান্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ ভূমিকা রাখতে হবে।

কাশ্মীর ইস্যুটি পাকিস্তান জাতিসংঘে উত্থাপন করবে জানিয়ে ইমরান খান বলেন, উগ্র হিন্দুত্ববাদীদের হাতে এখন ভারতের নিয়ন্ত্রণ চলে গেছে। এ ধরণের সংকট নিরসনের জন্যই জাতিসংঘ বানানো হয়েছিল। শুধু বিবৃতিতে দিয়ে সংকট সমাধান করা যাবে। কাশ্মীর ইস্যুতে জাতিসংঘকে বাস্তব পদক্ষেপ নিতে হবে।

ভারতের ওপর বানিজ্যিক অবরোধ আরোপ করার আহ্বান জানিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, ভারতের উগ্র জাতীয়বাদী সরকার নিজ থেকে সংকট নিরসনে কখনো রাজী হবে না। এ জন্য সমাধানের পথে আনতে তাদের ওপর বানিজ্যিক অবরোধ আরোপ করতে হবে।