রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে চীনের প্রতিনিধি দল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৮ বার।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে চীনের প্রতিনিধি দল কক্সবাজারে পৌঁছেছে। ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যান তারা।

উখিয়া থানার ওসি আবুল মন্ছুর জানান, চীনের প্রতিনিধি দলের সদস্যরা প্রথমে উখিয়া ও পরে বান্দরবানের ঘুমধুমের তুমব্রু কোনারপাড়া সীমান্তে জিরো লাইনের রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন। লি জিমিং ছাড়াও প্রতিনিধি দলে রয়েছে আরও আট সদস্য। পরিদর্শন শেষে বিকেলে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে রোহিঙ্গা ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াতেও প্রতিনিধি দল পাঠায় চীন। চীনের প্রতিনিধির উপস্থিতিতে রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করে সরকার। কিন্তু রোহিঙ্গারা রাজি না হওয়ায় সে প্রত্যাবাসন প্রক্রিয়াটিও আটকে যায়।