বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলছাত্রের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ০৮:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৭ বার।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার সকালে উপজেলার দক্ষিণ মাইজহাটি এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছে।

নিহত হৃদয় হোসেন (১৬) কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নোহার গ্রামের আবু তাহেরের ছেলে। সে দশম শ্রেণিতে পড়তো।

কটিয়াদী হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. নাসির উদ্দিন মজুমদার জানান, কিশোরগঞ্জ থেকে অনন্যা সুপার সার্ভিসের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-৯১৮৮) ভৈরবের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ মাইজহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলের দুই আরোহী হৃদয় হোসেন ও রুমন মিয়া (১৮) গুরুতর আহত হয়।

তিনি জানান, আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। এছাড়া রুমন মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঘটনার পর পরই বাস চালক পালিয়ে যায়। বাসটি আটক রয়েছে।