প্রত্যেক বাংলাদেশির হাতে দুই প্যাকেট খাবার দিয়ে ফেরত পাঠানো হবে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৭ বার।

ভারতের আসামের পর পশ্চিমবঙ্গেও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) করা হবে বলে বার বার হুমকি দিচ্ছেন বিজেপির বিধায়করা। বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং বলেছেন, বাংলাদেশিদের হাতে দুই প্যাকেট খাবার ধরিয়ে শ্রদ্ধাপূর্বক তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

শনিবার বিজেপির এই নেতা বলেন, এনআরসি পশ্চিমবঙ্গেও করা হবে এবং যারা ভারতের নাগরিক হিসেবে যোগ্যতা অর্জন করবেন না তাদের সম্মানজনকভাবে নিজেদের দেশের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, এনআরসি পশ্চিমবঙ্গেও হবে এবং তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলাদেশিদের ধরে রাখতে চান তবে তার চেষ্টা করা উচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া। খবর এনডিটিভির।

সুরেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, ‌'মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ দিন ঘনিয়ে আসছে। তিনি যদি বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে রাজনীতি করতে চান তবে তার বাংলাদেশেই চলে যাওয়া উচিত। তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যান তাহলে ভালোই হবে।'

হিন্দু মহাকাব্য রামায়ণের থেকে উদাহরণ টেনে সুরেন্দ্র সিং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী সাফল্যের রূপরেখা তুলে ধরে বলেন, লঙ্কার (শ্রীলঙ্কা) মানুষ হনুমানজিকে প্রবেশের অনুমতি দেয়নি তবে তিনি সেখানে চলে যেতে পেরেছিলেন। একইভাবে যোগী আদিত্যনাথ এবং অমিত শাহও পশ্চিমবঙ্গে প্রবেশ করেছেন এবং আমরা ওখানে অনেকগুলি আসন পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় হলেন বাংলার রাজনৈতিক রানী (লঙ্কিনী)। সেখানে রাম নিজের পা রেখেছেন এবং এবার শীঘ্রই সরকারে পরিবর্তন আসবে।

গত ৩১ আগস্ট আসামে চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছে ১৯ লাখ মানুষ। শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আসামে এনআরসির ব্যাপকভাবে বিরোধিতা করেছেন। এখন পশ্চিমবঙ্গে এনআরসি করা হবে বলে শাসক দলের নেতারা নানা হুমকি দিচ্ছেন। মমতা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে এনআরসি করার অনুমতি দেবেন না তিনি।