হাতীবান্ধায় একটি ছাগলের ৮টি ছানা প্রসব!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৯ বার।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি ছাগল একসঙ্গে ৮টি ছানা প্রসব করেছে। শনিবার দুপুরে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কৃষক মোসলেম উদ্দিনের একটি ছাগল একে একে ৮টি ছানা প্রসব করে। খবর যুগান্তর অনলাইন 

এ ছাগলের ছানাগুলোকে দেখতে রোববার সকাল থেকে শত শত মানুষ ভিড় জমাচ্ছে ওই বাড়িতে।

কৃষক মোসলেম উদ্দিন বলেন, বর্তমানে ৮টি ছাগলছানাই সুস্থ রয়েছে। ছানাগুলোকে দেখতে প্রতিদিন শত শত নারী-পুরুষ তার বাড়িতে ভিড় করছেন।

ছাগলছানাগুলোকে দেখতে আসা ষাটোর্ধ্ব আবদুল জব্বার জানান, তিনি একটি ছাগলের ৪টি পর্যন্ত বাচ্চা প্রসব করতে দেখেছেন। তবে একসঙ্গে ৮টি বাচ্চা প্রসব এই প্রথম দেখলেন।

এ বিষয়ে হাতীবান্ধা প্রাণিসম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন মোতাহারুল ইসলাম বলেন, ছাগলটিকে দেখে-শুনে রাখতে হবে। এ ধরনের ছাগলের বেশি বাচ্চা হলে বেশিরভাগ ছাগল মারা যায়। তবে ছাগলটিকে ভিটামিন খাওয়ালে সমস্যা হবে না।