অন্ধ্রপ্রদেশে নৌকাডুবে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ৩০

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৮:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৯ বার।

ভারতের অন্ধ্রপ্রদেশের দেবীপটনমের কাছে গোদাবরী নদীতে নৌকাডুবে ১২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩০ জন।

রোববার বিকেলে নৌকাডুবি হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, নৌকাটিতে ১১ জন কর্মীসহ মোট ৬০ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। খবর এনডিটিভির।

এক বেসরকারি সংস্থা পরিচালিত ‘রয়্যাল বশিষ্ট’ নামের নৌকাটি দেবীপট্টনামের গান্দি পোচাম্মা মন্দির থেকে পর্যটকদের নিয়ে পাপিকোন্দালু পাহাড়ের দিকে রওনা হয়েছিল বলে জানা গেছে। 

অমরাবতী থেকে ২০০ কিলোমিটার দূরে কাচ্ছুলুরুর কাছে নৌকাডুবির ঘটনাটি ঘটে। একটি বড় পাথরে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। 

নৌকার বেশিরভাগ যাত্রীই হায়দ্রাবাদ এবং ওয়ারাঙ্গালের বাসিন্দা। দুর্ঘটনায় নৌকাটির দু’জন চালকেরই মৃত্যু হয়েছে।

উদ্ধারকাজে নেমেছে কেন্দ্রীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৪০ জন কর্মী। উদ্ধারকাজে সাহায্য করছে তিনটি হেলিকপ্টার।

নৌকাডুবির ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্ধারকাজের খোঁজ রাখছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ওয়াইএস জগমোহন রেড্ডি। 

মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 

ওই অঞ্চলের সমস্ত নৌকা পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।