কঙ্গোয় নৌকাডুবিতে ৩৬ জনের প্রাণহানির আশঙ্কা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৪ বার।

মধ্য আফ্রিকার ডিআর কঙ্গোতে নদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

নৌকাটি রোববার রাতে ডিআর কঙ্গোর মাই ডোমবেপ্রদেশ থেকে দক্ষিণে রাজধানী কিনশাসার দিকে যাচ্ছিল। খবর বিবিসি ও এএফপির।

পুলিশ জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটির ৭৬ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে নৌকাডুবির কারণ জানা যায়নি।

যাত্রীদের অনেকেই সাঁতার জানত না। এমনকি তাদের পরনে লাইফজ্যাকেটও ছিল না। কাঠের তৈরি নৌকাটি ১০০ ফুট লম্বা।

ডিআর কঙ্গোর নদীপথে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রীবোঝাই ও অনিরাপদ নৌযান ব্যবহারই এসব দুর্ঘটনার প্রধান কারণ।