মোদীর সঙ্গে দেখা করতে দিল্লি যাচ্ছেন মমতা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১২:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৮ বার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের সফরে মঙ্গলবার দিল্লি যাবেন মমতা। তবে সাক্ষাতের সময় এখনও চূড়ান্ত করা হয়নি। খবর আনন্দবাজার পত্রিকা 

কিছুদিনের মধ্যেই আমেরিকা সফরে যাওয়ার কথা মোদীর। সে কারণেই এখনও মমতার সঙ্গে সাক্ষাতের সময় জানানো হয়নি।

রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান মমতা। তাছাড়া তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অন্যান্য বিরোধী দলের নেতাদের সঙ্গেও দেখা করতে পারেন তিনি। 

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সময় থেকে একাধিকবার মোদীর বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এসে মমতাকেও আক্রমণ করতে ছাড়েননি মোদী। সম্প্রতি এনআরসি ইস্যুতে বিরোধিতা জানিয়ে সোচ্চার হয়েছেন মমতা। 

এমন রাজনৈতিক পরিস্থিতিতে মোদীর সঙ্গে মমতার সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দেশটির রাজনৈতিক মহল।