নওগাঁয় রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মুনসুরের দাফন

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৬ বার।

নওগাঁর রাণীনগরে বীরমুক্তিযোদ্ধা মুনসুর রহমান শেখ (৬৬) সোমবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক মেয়ে, চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আছর সিম্বা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে যানাজা শেষে পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পূর্ণ করা হয়। বীরমুক্তিযোদ্ধা মুনসুর রহমান শেখ উপজেলা সদরের সিম্বা গ্রামের মৃত অফির শেখের ছেলে।  
তার মৃত্যুতে নওগাঁ- ৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম, রাণীনগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এ্যাড: ইসমাইল হোসেন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল হক, বীরমুক্তিযোদ্ধা গোলাম মর্তজা (আপেল) শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করেছেন।