সরকারি দপ্তরে আউটসোর্সিং প্রথা বাতিল চেয়েছে কর্মচারী পরিষদ

পুণ্ড্রকথা রিপোর্টঃ
প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৮ ১৩:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৮৬ বার।

সরকারি দপ্তরে আউটসোর্সিং প্রথা বাতিল চেয়েছে বাংলাদেশ সরকারী কর্মচারী পরিষদ(বাসকপ)। বৃহস্পতিবার দুপুর ১২ টায় বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান ওই দাবি উত্থাপন করেন। লিখিত বক্তব্যে তিনি জানান , সরকারি নিয়োগের  ক্ষেত্রে পোষ্যদের অগ্রাধিকার দিতে হবে।  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী এবং বিভিন্ন দপ্তরের কর্মরত মাস্টার রোল কর্মচারীদের সরকারি করে সিলেকশন গ্রেড দেয়ারও দাবী জানান। 

মতিউর রহমান  মগবাজার ফ্লাইওভার নির্মাণে ক্ষতিগ্রস্থ বাংলাদেশ কর্মচারী পরিষদ ১৭-২০ গ্রেডে, কেন্দ্রীয় কার্যালয়ের পুনঃনির্মাণে ১ কোটি ছাব্বিশ লাখ টাকার অনুদান দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও কর্মচারীদের পে –স্কেলে বেতন দ্বিগুন , ২০% বৈশাখী ভাতা, পেনশন সুবিধার টাকা বৃদ্ধি এবং পদের পরিবর্তন যেমন সুইপার হতে পরিচ্ছন্ন কর্মী, দারোয়ানের পরিবর্তে নিরাপত্তা কর্মী, এমএলএসএস হতে অফিস সহায়ক পদ করায় আত্মমর্যাদা বৃদ্ধি পেয়েছে এই জন্য  সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী কে অশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন,  'আশা করি প্রধানমন্ত্রী আমাদের দাবীসমূহ দ্রুত বাস্তবায়নে সদয় হবেন।'

 উল্লেখ্য, দেশে সরকারি চাকুরিতে ১ম,২য়, ৩য় ও ৪র্থ শ্রেণী প্রথা বিলুপ্ত করে গ্রেড প্রথা চালু করায় বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতির (বাচসকস) নামের পরিবর্তে বাংলাদেশ সরকারী কর্মচারী পরিষদ ১৭-২০ গ্রেড  (বাসকপ) নতুন নামকরণ করা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় পরিষদের জাতীয় কাউন্সিল-২০১৭ অধিবেশনে উপস্থিত সবার সর্বসম্মতিতে গৃহিত সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতির নাম বিলুপ্ত ঘোষনা করে বাংলাদেশ সরকারী কর্মচারী পরিষদ ১৭-২০ গ্রেড, (বাসকপ) কেন্দ্রীয় কার্যালয় ৪৪৮/এ, মগবাজার, ঢাকা নামকরণ করা হয়। ঢাকা কেন্দ্রীয় কমিটির সভাপতি মতিউর রহমানকে  এবং মহাসচিব  মতিউর রহমান সাগর  এর নেতৃত্বে সমগ্র বাংলাদেশে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

এই কর্মকাণ্ডের অংশ হিসেবে সিরাজুল ইসলাম কে সভাপতি এবং আব্দুল গাফফার কে সাধারণ সম্পাদক করে বগুড়া জেলা শাখা কমিটির অনুমোদন দেয়া হয়। বগুড়ায় এদের সাথে ঐক্যবদ্ধ হয়ে সকল ন্যায্য দাবী আদায়ের কাজ করারও আহবান জানান।