নির্বাচনী জনসভায় আত্মঘাতী হামলা, প্রাণে বাঁচলেন আফগান প্রেসিডেন্ট

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১২ বার।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির নির্বাচনী সমাবেশকে লক্ষ্য করে এক বোমা বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছে, আহত আরও ৩১ জন।

রয়টার্স জানায়, হামলার সময় সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন আশরাফ ঘানি। তবে তিনি অক্ষত আছেন বলে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেন।

রাজধানী কাবুলের উত্তর দিকে পারওয়ান প্রদেশের রাজধানী চারিকারে এই ঘটনা ঘটে। 

প্রাদেশিক হাসপাতালের প্রধান আবদুল কাসিম সানগিন বলেন, “হতাহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক, তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।”

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানান।

স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানান, আত্মঘাতী হামলা ছিল এটি।

আফগান প্রেসিডেন্টের এক সহযোগী রয়টার্সকে জানান, আশরাফ ঘানি অক্ষত আছেন।

কারা এই হামলা চালিয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলার দায়ও এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।