শিয়াল ধরা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৪ বার।

সিরাজগঞ্জের উল্লাপাড়ার ফরিদপুর গ্রামে শিয়াল মারা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে আমিনা খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে বুদ্দিন (৫) নামের অন্য এক শিশু।

মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর গ্রামের আব্দুস সাত্তারের মুরগির খামারে এ দুর্ঘটনা ঘটে।

আমিনা ওই গ্রামের আলামিনের মেয়ে এবং আহত বুদ্দিন একই গ্রামের আব্দুল মজিদের ছেলে। 

সংশ্লিষ্ট নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার জানান, আব্দুস সাত্তারের মুরগির খামারে শিয়াল ধরতে তিনি একটি বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে রেখেছেন। আমিনা ও বুদ্দিন ঘটনার সময় খেলতে গিয়ে বাড়ির পাশের ওই মুরগির খামারে ঢোকে। এসময় শিয়াল ধরার ফাঁদে হাত দিতেই দুজনে বিদ্যুতায়িত হয়। ঘটনাস্থলেই আমিনা মারা যায়। বুদ্দিনকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য রাতে ঢাকায় পাঠানো হয়েছে।