আফগানিস্তানে দুই হামলায় নিহত ৪০

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১১:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩০ বার।

আফগানিস্তানে পৃথক দুই হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

এর মধ্যে দেশটির পূর্বাঞ্চলে আফগান নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন এবং দক্ষিণাঞ্চলে জঙ্গি সংগঠন তালেবানের গাড়িবোমা হামলায় ১০ জনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার রয়টার্স জানায়, দেশটির ননগহর প্রদেশে ইসলামিক স্টেটের একটি আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে 'দুর্ঘনাক্রমে' তা লক্ষ্যচ্যুত হয়ে কৃষকদের ওপর আঘাত হানে।

প্রদেশটির একজন কাউন্সিল সদস্য সোহরাব কাদেরি বলেন, হামলায় মাঠে কাজ করা ৩০ জন নিহত হন। অন্তত ৪০জন আহত হয়েছেন।

এদিকে জাবুল প্রদেশের একটি হাসপাতালের সামনে সকালে একটি গাড়িবোমা হামলা হয় হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, এই হামলায় ১০জন নিহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই চিকিৎসক এবং রোগী। আহত হয়েছেন অনেকে।

হাসপাতাল সংলগ্ন সরকারি গোয়েন্দা কার্যালয় লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে দাবি তালেবানের। আফগানিস্তানে ১৮ বছর ধরে চলা যুদ্ধ বন্ধের লক্ষ্যে 'শান্তি আলোচনা'র জন্য তালেবানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের হতে যাওয়া একটি বৈঠক বাতিলের পর প্রায় প্রতিদিনই এমন হামলার ঘটনা ঘটছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হামলায় হতাহতদের তথ্য নিশ্চিত করে বলেন, ছোটো একটি ট্রাকে প্রচুর পরিমাণে বোমা বহন করে হামলা চালানো হয়েছে