৬ বছর অফিস না করে বেতন নিয়েছেন সরকারি চাকরিজীবী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১১ বার।

প্রায় ছয় বছর ধরে কাজ করেননি, অথচ বেতন নিয়েছেন নিয়মিত। বিষয়টি কেউ টেরও পায়নি। অদ্ভুত এই কাণ্ডটি ঘটেছিল স্পেনে। অভিযুক্ত জোয়াকিন গার্সিয়া ‘অনুগত কর্মীর’ পুরস্কার নিতে এসে শেষ পর্যন্ত ধরা পড়েন।

গার্সিয়া চাকরি করতেন পৌর পানি বোর্ডে। তার কাচ ছিল একটি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দেখাশোনা করা।

২০১০ সালে ওই বোর্ডের কর্মীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে গার্সিয়ার নাম আসে। তখনই এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি ধরতে পারেন। জরিমানা দেওয়ার পাশাপাশি জেলে পাঠানো হয়। সম্প্রতি মুক্তি পেয়েছেন।

গার্সিয়াকে চাকরি দেওয়া জর্জে ব্লাস ফার্নান্দেজ ২০১৬ সালে গার্ডিয়ানকে বলেন, ‘২০১০ সাল পর্যন্ত সে বেতন নিয়েছে! পুরস্কারের তালিকা আসার পর ভাবলাম সে কোথায়, আছে নাকি মারা গেছে।’

ব্লাস জানান, ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত গার্সিয়া কোনো কাজই করেনি।

গার্সিয়া যেভাবে পার পেয়েছেন: চাকরি নেওয়ার পর শুরুতে তিনি অফিস করতেন। কয়েক বছর অনিয়মিত হয়ে যান। পারিবারিক রাজনৈতিক দর্শনের কারণে অন্য কর্মীরা তাকে হেনস্তা করতেন। এ জন্য তিনি ঠিকমতো অফিসে আসতেন না।

আবার তার কাজ ছিল প্ল্যান্টে গিয়ে দেখাশোনা করা। এ কারণে অন্য সহকর্মীরা ভাবতেন তিনি সেখানেই রয়েছেন। সেই সুযোগে গার্সিয়া মাঝে মাঝে অফিসে আসতেন, বেশিরভাগ সময় থাকতেন ‘উধাও’।

এই ঘটনার পর দেশটির সরকারি চাকরিজীবীরা আরও নজরদারির ভেতরে পড়েন।