আটটি ব্যালন ডি'অর চান রোনালদো

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১২:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৭ বার।

রেকর্ড ভাঙা-গড়ার খেলাটা তাদের মধ্যে পুরনো। এখনও সে খেলা চলছে। তবে একটা জায়গায় দু'জন দাঁড়িয়ে এক ঘরে। সেটা হলো ব্যালন ডি'অর। অদ্যাবধি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি সমান পাঁচবার এ পুরস্কার জিতেছেন। তবে ক্যারিয়ারের ইতি টানার আগে আরও তিনটি ব্যালন ডি'অর চান সিআর সেভেন। তাহলে নাকি টপকানো যাবে মেসিকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো বলেন, 'সবচেয়ে বেশি ব্যালন ডি'অর জিততে চাই। আমি এটার যোগ্যও। মেসি দারুণ ফুটবলার। ব্যক্তি হিসেবেও চমৎকার। তবে আমি মনে ছয়, সাত বা আটটা ব্যালন ডি'অর জিতলে তার ওপরে থাকতে পারব।'

মেসির সঙ্গে তার বন্ধুত্ব নাও থাকতে পারে, তবে লম্বা একটা সময় ধরে তারা দু'জন যে একই অঙ্গনের, মনে করিয়ে দিলেন রোনালদো 'মেসি আমার বন্ধু নয়; কিন্তু ১৫ বছর ধরে আমরা একটা স্টেজে দাঁড়িয়ে। সেজন্য নিজেদের মধ্যে একটা বোঝাপড়া আছে, জানাশোনা আছে। তাকে দেখে আমি যেমন অনুপ্রাণিত হই, সেও আমার জন্য অনুপ্রাণিত হয়, ভালো করতে চায়।'

কারও চোখে মেসি সেরা আবার কারও চোখে রোনালদো। এ নিয়ে বিতর্ক থেমে নেই। তবে পর্তুগিজ তারকা মেসির চেয়ে নিজেকেই এগিয়ে রাখলেন, 'আসলে লোকে কাকে সেরা ভাবে সেটা তারাই ভালো জানে। এটার নিয়ন্ত্রণ আমার হাতে নেই। কেউ আমাকে, আবার কেউ তাকে পছন্দ করে। আমার কাছে মনে হয়, আমিই নাম্বার ওয়ান। আমি জানি, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আমি।'

গত চ্যাম্পিয়নস লিগে জুভেন্তাসের বিপক্ষে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল করেন রোনালদো। বর্তমান ক্লাব জুভদের বিপক্ষে করা সে গোলটিকেই এখন পর্যন্ত নিজের ক্যারিয়ারের সেরা ভাবছেন সাবেক এ রিয়াল মাদ্রিদ সুপারস্টার, 'আমি এভাবে গোল করতে অনেবার চেষ্টা করেছি। অনেক বছর ধরে আমি চেয়েছি এমন একটা গোল করতে। প্রায় ৭০০ গোল হলেও এ রকম গোলের দেখা পাইনি। শেষমেশ পেলাম কাঙ্ক্ষিত সেই বাইসাইকেল গোলের দেখা। এটা সত্যিই রোমাঞ্চকর, যে পথে আমি বুফনের মতো গোলকিপারকে পরাস্ত করি। তাও আবার চ্যাম্পিয়নস লিগে। সত্যিই এটা দৃষ্টিনন্দন গোল ছিল।'