পুরোনো ছবির কারণে ট্রুডোর গায়ে বর্ণবাদের কলঙ্ক

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৪ বার।

কানাডা তথা বিশ্বরাজনীতিতে দিনকে দিন নিজেকে জনপ্রিয় করে তোলা জাস্টিন ট্রুডো তার পুরোনো একটি ছবি নিয়ে ২১ অক্টোবরের নির্বাচনের আগে দারুণ বিপাকে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদী আখ্যা পাওয়া ট্রুডোর ওই ছবিটি ২০০১ সালের।

ছবিটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন। সেখানে স্কুলের একটি অনুষ্ঠানে ট্রুডোকে ‘ব্রাউনফেস’ মেকআপ করা অবস্থায় দেখা গেছে।

‘ব্রাউনফেস’ মেকআপকে বর্ণবাদী হিসেবে মনে করা হয়। কৃষ্ণাঙ্গ মানুষের চরিত্রে অভিনয় করতে আদিকালে অভিনয় শিল্পীরা এই মেকআপ নিতেন।

ছবিটি প্রকাশিত হওয়ার পর ট্রুডো সাংবাদিকদের কাছে ‘গভীর’ দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি গভীরভাবে অনুতপ্ত। বিষয়টি সম্পর্কে আরও ভালো ধারণা থাকা উচিত ছিল।’

কানাডার প্রয়াত প্রধানমন্ত্রীর ছেলে জাস্টিন ট্রুডো এক সময় ভ্যানকুভার বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন।

ট্রুডোর দাবি, অ্যারাবিয়ান নাইটসের একটি অনুষ্ঠানে তিনি আলাদ্দিনের চরিত্রে অভিনয় করতে ওইভাবে মেকআপ নেন।

‘অমন সিদ্ধান্তের জন্য আমি দায় স্বীকার করছি। এমনটি করা উচিত হয়নি। আমি আসলে ওই মেকআপের মানে জানতাম না।’

ট্রুডো জানান, ছেলেবেলায় স্কুলের আরেকটি অনুষ্ঠানে তিনি ওইভাবে মেকআপ করেন।