বগুড়ার শাজাহানপুরে প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ ৭দফা দাবিতে মানববন্ধন

শাজাহানপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫০ বার।

বগুড়ার শাজাহানপুরে বেতন বৃদ্ধি সহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা সভাপতি জুলফিকার আলীর নেতৃত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদ এবং সাধারণ সম্পাদক ইউনুছ আলী খন্দকার। 

বক্তারা সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতনস্কেল প্রদান, ২য় শ্রেনীতে গেজেটেড মর্যাদার দাবি সহ ৭ দফা দাবি পেশ করেন এবং এ দাবি না মানা হলে আন্দোলনে যাওয়ার ঘোষনাও তারা দেন। মানবন্ধনে উল্লেখযোগ্যদের মধ্য উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, শিক্ষক নেতা আব্দুল মোমিন, নাজমা খাতুন, গোলজার বানু প্রমুখ.