ঢাবিতে দুর্নীতি বিরোধী শিক্ষার্থীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের হামলা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭১ বার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য এলাকায় 'দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়' ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।

শুক্রবার বিকেল ৪টায় পূর্বঘোষিত সংহতি সমাবেশ শুরু করতে গেলে এ হামলা হয় বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান।

তারা অভিযোগ জানান, মঞ্চের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনের নেতৃত্বে সেখানে হামলা চালানো হয়। এতে প্রগতি বর্মন তমা, সালমান সিদ্দিকী, সাদিকুর রহমানসহ আরও অনেকে আহত হন।

তারা হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।

মুক্তিযোদ্ধা মঞ্চের ঢাবি শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, সেখানে আমাদের পূর্বঘোষিত প্রধানমন্ত্রীকে কটূক্তিকারী বিএনপি নেতা শামসুসুজ্জামান দুদুর কুশপুত্তলিকা দাহর কর্মসূচি ছিল। কিন্তু বৃষ্টির কারণে আমাদের যেতে একটু দেরি হয়। গিয়ে দেখি সেখানে অন্যপক্ষ দাঁড়িয়ে আছে। তখন তাদের মধ্যে মারামারি লেগে যায়। আমি সেখানে তাদের থামাতে যাই।

এ ঘটনায় শিক্ষক আ ক ম জামাল উদ্দিনকে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।