বগুড়ায় বিশ্ব নদী দিবস পালিত

আকতারুজ্জামান সোহাগ
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩০৯ বার।

দেশের নদ-নদী রক্ষার দাবিতে বগুড়ায় বিশ্বনদী দিবস পালিত  হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১ টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া শাখা এর উদ্দোগে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় একটি মানববন্ধন করা হয়। এবারের বিশ্বনদী দিবসের প্রতিপাদ্য "নদী একটি জীবন্ত সত্তা এর আইনি অধিকার নিশ্চিত করুন। বগুড়া বাপা শাখার সাধারন সম্পাদক জিয়াউর রহমান এর পরিচালনায় মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রাগেবুল হাসান রিপু যুগ্নসাধারন সম্পাদক বগুড়া জেলা আওয়ামীলীগ,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার করিম দুলাল সভাপতি বাপা,এ্যাডভোকেট মোজ্জাম্মেল হক,এ্যাডভোকেট আজাদ হোসন, সাংবাদিক ফজলে রাব্বি, সেক্টর কমান্ডার আব্দুর রউফ,নদী কমিটির সদস্য মোঃ আতিকুর ইসলাম রাতু,ব্যাংর্কাস কল্যান সমিতি বগুড়ার সাধারণ সম্পাদক দিলবর রহমান বাদশা, ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সৈকত এবং বাপা সদস্য মকসেদ আলী, মোঃ রফিকুল ইসলাম,আহসান হাবিব তালুকদার। বক্তারা বলেন সরকারি হিসেবে বাংলাদেশ প্রায় ২৫০ টির মতো নদী রয়েছে। নদীকে কেন্দ্র করেই বাঙালী মানুষদের সভ্যতার উৎপত্তি, বিকাশ আর বিস্তৃতি। কিন্তু বাংলাদেশের নদীগুলো এখন মরে যাচ্ছে, ফলে হুমকির মুখে প্রকৃতি। আজকে আমাদের দেশের প্রধান সমস্যা নদী দখল,যার ফলে আমরা পানি সংকটে। বক্তারা বলেন নদী বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে এই স্লোগান কে সামনে রেখে এখন থেকেয় নদী রক্ষার সংগ্রাম করতে হবে। বক্তারা মানববন্ধন কর্মসূচী থেকে প্রশাসনের নিকটে জোড় দাবি জানায় যে,করতোয়া সহ বগুড়ার সকল নদীর পানি প্রবাহ ফিরিয়ে আনা, নদীর জায়গায় সকল অবৈধ স্থাপনা অপসারণ ও বালি উত্তোলন বন্ধ করতে হবে। দ্রুত আদালতের আদেশ বাস্তবায়ন করতে হবে। পরিশেষে "নদীএকটি জীবন্ত সত্তা এর আইনি অধিকার নিশ্চিত করুন"। বিশ্ব নদী দিবস, এর সূচনা হয়েছিলো কানাডার ব্রিটিস কলম্বিয়াতে আশির দশকের গোড়ায় আরো সুনির্দিষ্ট করে বললে ১৯৮০ সালে সেপ্টেম্বর মাসের শেষ রোববার, সাপ্তাহিক ছুটির দিন ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক তরুন শিক্ষক এবং নদীপ্রেমিক মার্ক অ্যাঞ্জেলো তাঁর কিছু ছাত্রছাত্রী ও বন্ধুকে নিয়ে একটি নদীতে ক্লিন আপ বা পরিচ্ছন অভিযান চালান। ২০১০ সাল থেকে বাংলাদেশে এ দিবসটি পালিত হয়ে আসছে।