কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ফিরোজের বিরুদ্ধে ২ মামলা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৪৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৬ বার।

রাজধানীর ধানমণ্ডির কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজের বিরুদ্ধে দু'টি মামলা দায়ের করেছে র‌্যাব।

অস্ত্র ও মাদক আইনে ফিরোজের বিরুদ্ধে এই দুই মামলা দায়ের করা হয়েছে বলে শনিবার সাংবাদিকদের জানিয়েছেন ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ।

কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বায়রার সিনিয়র সহসভাপতি শফিকুল আলম ফিরোজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

শুক্রবার দুপুর থেকে কলাবাগান ক্রীড়াচক্র ঘিরে রাখার পর সন্ধ্যায় অভিযান চালিয়ে ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজসহ পাঁচজনকে গ্রেফতার করে র‌্যাব-২। অভিযানে জব্দ করা হয় হলুদ রঙের ইয়াবা, অবৈধ অস্ত্র ও জুয়া খেলার সরঞ্জাম। 

র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, রাজধানীতে অবৈধ ক্যাসিনো, জুয়ার আড্ডা ও বারে অভিযান চলছে। এর অংশ হিসেবে কলাবাগান ক্লাবে অভিযান চালানো হয়। শফিকুলের অফিস থেকে লাইসেন্সবিহীন একটি বিদেশি অস্ত্র, তিন রাউন্ড গুলি এবং হলুদ রঙের নতুন ধরনের ইয়াবা উদ্ধার করা হয়েছে। ক্লাবের সভাপতি ছাড়াও হারুন, আনোয়ার, হাফিজুল ও লিটন নামে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা ক্লাবের স্টাফ।