বগুড়ায় বিক্রির সময় পাঁচটি বকপাখি উদ্ধারঃ পরে অবমুক্ত

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৮ ১১:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬১ বার।

বগুড়ায় শিকারিদের কাছ থেকে বিক্রির সময় পাঁচটি বক পাখি উদ্ধার করেছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টীম ফর এনার্জি এন্ড এনভারনমেন্টাল রিসার্চ(তীর)। শনিবার দুপুর ১২ টার দিকে শহরের রাজাবাজার থেকে উদ্ধার করা পাখিগুলোর মধ্যে অসুস্থতার কারণে একটি বাদে বাকি চারটি  পাখি পরে অবমুক্ত করা হয়েছে। সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ  প্রফেসর শাহজাহান আলী কলেজ ক্যাম্পাসের মুক্ত আকাশে পাখিগুলো উড়িয়ে দেন। এ সময় কলেজের উপাধ্যক্ষ,শিক্ষকবৃন্দ এবং তীরের সদস্যরা উপস্থিত ছিলেন।

তীরের সভাপতি আরাফাত রহমান জানান, সকাল ১১ টার দিকে পুণ্ড্রকথার সাংবাদিক অরুপ রতন শীলের কল আসে । তিনি ফোনে জানান ‘একদল কিশোর  শিকার করে আনা পাখি  বিক্রির  জন্য রাজাবাজারের দিকে নিয়ে যাচ্ছে। তিনি বলেন,  'ওই খবর শোনা মাত্র আমিসহ অন্যান্য সদস্যরা মিলে উদ্ধারের জন্য রওনা দিই এবং আমাদের পৌছানোর আগ পর্যন্ত তাদেরকে  ওই দল কে অনুসরণ করতে জানাই। সেখানে  অরুপ রতন এবং আকতারুজ্জামান সোহাগ ক্রেতা সেজে  ওই দলের সাথে  কথা বলতে থাকেন। পরে আমাদের টীম পৌছালে তাদের  সহযোগিতায় রাজাবাজার থেকে  পাখিগুলো উদ্ধার করতে সক্ষম হই।‘ 

তিনি আরও  জানান, উদ্ধারকৃত পাঁচটি বকের মধ্যে চারটি ইন্ডিয়ান বক(Indian Pond heron) এবং একটি নিশি বক (Black-crowned Night Heron) ছিল । ইন্ডিয়ান বকগুলো অবমুক্ত করা হলেও অসুস্থতার জন্য নিশি বকটিকে  চিকিৎসার জন্য সংগঠনে  রাখা হয়েছে।সবশেষে তিনি পাখি শিকার রোধে সবার সহযোগিতা কামনা করেন।