বগুড়া-সারিয়াকান্দি সড়কে আড়াইশ কোটি টাকা ব্যয়ে ফোরলেন রাস্তা নির্মাণ করা হবে - আব্দুল মান্নান এমপি

সারিয়াকান্দি(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১২:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৩৬ বার।

যে কোন দুর্যোগ মোকাবিলায় শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে । বন্যা, দুর্যোগ যত বড় হোক বিপদগ্রস্ত মানুষের ক্ষয়ক্ষতি পুষিয়ে দেওয়ার দায়িত্ব সরকারের । অতীতেও বিএনপি জামাতের সরকার ক্ষমতায় ছিল তারা মানুষের বিপদে এগিয়ে আসেনি।বরং সাহায্যের নামে বরাদ্দ এনে বিএনপি জামাতের নেতারা লুটপাট করে খেয়েছে।ওইসব সাহায্য তারা হজম করতে না পেরে ১/১১ সময় রাস্তায় ফেলে রেখে গাঁ ঢাকা দিয়েছে।এবারের বন্যায় সারিয়াকান্দি- সোনাতলায় বন্যা দুর্গত মানুষের মাঝে ১ হাজার টনেরও বেশি চাল বিতরণ করা হয়েছে।ক্ষতিগ্রস্ত কৃষকদের পুর্নবাসনের আওতায় আনা হয়েছে। কৃষকের ক্ষতি পুষিয়ে উঠা পর্যন্ত সরকারের সাহায্য অব্যাহত থাকবে।তিনি আরো বলেন, বগুড়া-সারিয়াকান্দি সড়কে আড়াইশ কোটি টাকা ব্যয়ে ফোরলেন রাস্তা নির্মাণ করা হবে।প্রকল্পটি প্লানিং কমিশনে রয়েছে। এটি বাস্তবায়িত হলে এই সড়কে যোগাযোগ ব্যবস্থার আরো উন্নত হবে ।


তিনি সোমবার সকালে সারিয়াকান্দি উপজেলা পরিষদ হলরুমে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রদত্ত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১৭৫টি পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরীর চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।উপজেলা নির্বাহী অফিসার মো: রাসেল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সহ সভাপতি মমতাজুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব তরফদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম, চালুয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী প্রমুখ। বিকালে সংসদ সদস্য আব্দুল মান্নান জোড়গাছা সাংগঠনিক ইউনিয়ন আ’লীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ।