বগুড়ায় ওসির উপহার পেলেন ৯৭জন গ্রাম পুলিশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪৯ বার।

দুর্গাপূজাকে সামনে রেখে বগুড়া সদর থানার ১১টি ইউনিয়নের ৯৭ জন গ্রাম পুলিশকে শুভেচ্ছা উপহার দিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান। সোমবার  দুপুরে সদর থানা চত্বরে তাদের হাতে উপহার তুলে দেওয়া হয়। 

নিশিন্দারা ইউনিয়নের গ্রাম পুলিশ দফাদার মনোরঞ্জন শীল বলেন, বড় স্যারদের মাধ্যমে মাঝে মধ্যে এমন উপহার আমাদের আরও দায়িত্ববোধে সচেতন করে তোলে। এ উপহার আমাদের আরও উজ্জীবিত করার পাশাপাশি কর্তব্য পালনে অনুপ্রাণিত করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান  বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপুজা। পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গ্রাম পুলিশ সদস্যরা বিশেষ ভূমিকা রাখেন। তাই কর্মস্পৃহা বাড়ানোর লক্ষ্যে সদর থানা পুলিশের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে।

এসময় সদর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রেজা, পুলিশ পরিদর্শক (অপারেশন ও কমিউনিটি) মো. হাসান, এবং এসআই মুঞ্জুরুল আলম ভূঁঞা উপস্থিত ছিলেন।