সিলেটে সমাবেশের অনুমতি পেল বিএনপি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৯ বার।

অবশেষে সিলেটের রেজিস্ট্রি মাঠে বিভাগীয় সমাবেশের অনুমতি পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে মঙ্গলবারের এই কর্মসূচি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার মঙ্গলবার সকালে সমাবেশের অনুমতির বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সমাবেশ নিয়ে দোদুল্যমান অবস্থা বিরাজ করছিল।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার (এসএমপি) গোলাম কিবরিয়া সমাবেশের অনুমতির বিষয়টি তাদের জানিয়েছেন বলে উল্লেখ করেন শামসুদ্দিন দিদার।

এ উপলক্ষে মঙ্গলবার বেলা ২টায় সিলেটের রেজিস্ট্রারি মাঠে নেতা-কর্মীদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

রেজিস্ট্রি মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অতিথি হিসেবে আরও থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এদিকে সমাবেশকে সামনে রেখে সিলেটে বিএনপি নেতা-কর্মীদের পুলিশ গ্রেপ্তার ও হয়রানি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। রবিবার রাতে থেকে সোমবার পর্যন্ত দলের মহানগর ও উপজেলা পর্যায়ের অন্তত ১৫ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে তারা দাবি করেন।

সমাবেশের অনুমতি চেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে আবেদন দেওয়া হলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে বিএনপিকে হ্যাঁ কিংবা না কোনো কিছুই জানানো হয়নি- এমনটি বলেছিলেন দলটির সংশ্লিষ্ট সূত্র।