দুই বাসের চাপায় চালকের মৃত্যু, গাড়ি ঘোরাচ্ছিলেন হেলপার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৪৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৫ বার।

সহকারীকে দিয়ে বাস ঘোরানোর সময় চাপা পড়ে মারা গেছেন এক চালক।

সোমবার রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ডে দুই বাসের মাঝখানে চাপা পড়ে জাহাঙ্গীর আলম (২৬) নামে ওই চালকের মৃত্যু হয়। তিনি ঢাকা-কচুয়া রুটে চলাচলকারী সুরমা সুপার পরিবহনে কর্মরত ছিলেন।

নিহত জাহাঙ্গীরের বাবা হেলাল উদ্দিন দেশ রূপান্তরকে জানান, তাদের বাড়ি চাঁদপুরের কচুয়ার লক্ষ্মীপুর গ্রামে। সেখানেই থাকেন তারা। বাবা-ছেলে একই বাসে কাজ করেন।

রাতে স্ট্যান্ডে বাস দাঁড় করিয়ে পাশেই দাঁড়িয়ে ছিলেন জাহাঙ্গীর। এ সময় তাদেরই বাসের হেল্পার (চালকের সহকারী) বাসটি ঘুরিয়ে অন্যদিকে নিচ্ছিল। তখন পাশে দাঁড় করিয়ে রাখা আরেকটি বাসের সঙ্গে ঘষা খায় তাদের বাসটি। এতে দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন জাহাঙ্গীর।

পরে বাস সরিয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক রাত সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আব্দুল খান জানান, ময়নাতদন্তের জন্য জাহাঙ্গীরের লাশ মর্গে রাখা হয়েছে।