আরব সাগরে পাকিস্তানের মহড়া, মিসাইল-যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৩:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৩ বার।

কাশ্মীর ইস্যু বিষয়ক উত্তেজনার ভেতর উত্তর আরব সাগরে নৌ বাহিনীর মহড়া শুরু করেছে পাকিস্তান। সেই খবর পেয়ে ভারত নিজেদের জলসীমায় মিসাইলসহ কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

২৫ সেপ্টেম্বর থেকে উত্তর আরব সাগরে মহড়া চালাচ্ছে পাক নৌ বাহিনী। চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। ক্ষেপণাস্ত্র, রকেট এবং আরও নানা সমরাস্ত্র পরীক্ষা চালানো হবে।

প্রতিবেশী দেশের থেকে কোনো রকম ‘দুঃসাহসিক প্রতিক্রিয়া’ আসতে পারে বলে আশঙ্কা করছে ভারত। তাই আরব সাগরের নিরাপত্তায় আরও জোর দিয়েছে দেশটির নৌবাহিনী। তারা যুদ্ধজাহাজ, সাবমেরিন ছাড়াও পসাইডন-৮১ নামে নজরদারি বিমানও মোতায়েন করেছে। মোতায়েন করা হয়েছে যুদ্ধবিমানও।

পুলওয়ামা হামলার পর জইশের জঙ্গি ঘাঁটিতে হামলা নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের প্রায় যুদ্ধই লেগে গিয়েছিল। সে যাত্রায় দুই দেশ থামলেও কাশ্মীর ইস্যু আবার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্ব রাজনীতিবিদদের।