জাতীয় নাট্য ও সাংস্কৃতিক উৎসবে মঞ্চ কুঁড়ি পদক পেল বগুড়ার মনন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৪ বার।

বাংলাদেশ শিল্পকলার জাতীয় চিত্রশালা মঞ্চে চতুর্দশ জাতীয় নাট্য ও সাংস্কৃতিক উৎসবে মঞ্চ কুঁড়ি পদক পেলো বগুড়ার উচ্চারণ একাডেমির শিশু নাট্যশিল্পী মনোমোহন রায় মনন। ২৪ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের শিশুতোষ নাটক 'ডাকঘর' বগুড়ার উচ্চারণ একাডেমির শিল্পীদের পরিবেশনায় মঞ্চায়িত হয়। এই নাটকের প্রধান অমল চরিত্রে ভাল অভিনয় করায় তাকে পদক প্রদান করা হয়। তার হাতে মঞ্চ কুঁড়ি পদক তুলে দেন বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মিশা সওদাগর। নাটকটি পরিচালনা ও নির্দেশনায় ছিলেন বগুড়া উচ্চারণ একাডেমির পরিচালক এ্যাডভোকেট পলাশ খন্দকার। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করে আনান, শ্রেয়া, সিক্ত, সিমান্ত, মোনালি, রিমি, রাফা ও তাওসিফ। ২০১৫ সালে মননের নাটকে বা অভিনয়ে হাতেখড়ি এ্যাডভোকেট পলাশ খন্দকারের কাছে। এছাড়াও আবৃত্তি শেখা, তবলা, গান, চিত্রাংকন এবং স্কুলে ডিবেটিং ও করে। এর আগে জেলার বিভিন্ন প্রতিযোগিতায় গান ও আবৃত্তিতে অংশগ্রহণ করে বেশ কয়েকবার পুরস্কার জয় করেছে। খেলাধুলার প্রতি তার যথেষ্ট আগ্রহ রয়েছে। সে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে সে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। সে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহযোগি অধ্যাপক জগন্নাথ রায় এবং প্রভাষিকা ইন্দ্রাণী বর্মণ এর পুত্র।