স্কুলছাত্রীর আত্মহত্যা, খবর পেয়ে স্ট্রোকে মায়ের মৃত্যু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৯:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৫ বার।

পিরোজপুরের ইন্দুরকানীতে রেশমা আক্তার নামে এক স্কুলছাত্রী কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। এ খবর শুনে স্ট্রোক করে তার মায়েরও মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর বালিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।  খবর সমকাল অনলাইন 

স্থানীয়রা জানায়, উপজেলার উত্তর বালিপাড়া গ্রামের জব্বার বেপারীর মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী রেশমা আকতারের (১২) সঙ্গে একই গ্রামের মোতালেব চৌকিদারের ছেলে শফিকুল ইসলামের বিয়ে ঠিক হয়। কিন্তু রেশমা এ বিয়েতে রাজি না হওয়ায় পরিবারের সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। বৃহস্পতিবার বিকালে মা মিনারা বেগম রেশমাকে মাঠ থেকে হাঁস আনতে বললেও রেশমা মায়ের কথা না শুনে ঘরে বসে থাকে। এ নিয়ে মায়ের সঙ্গে রেশমার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মা রাগ করে রেশমাকে পিটুনি দেন। এই ক্ষোভে সন্ধ্যায় রেশমা ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরে। স্বজনরা টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় রেশমা মারা যায়। রেশমার মৃত্যুর খবর শুনেই তার মা মিনারা বেগম স্ট্রোক করেন। পরে শুক্রবার সকালে তার মৃত্যু হয়। 

রেশমার ভাবি শিল্পী আক্তার জানান, বৃহস্পতিবার বিকেলে আমার শাশুড়ি রাগ করে রেশমাকে পিটুনি দিলে সে ক্ষোভে কীটনাশক পান করে মারা যায়। রাতে মেয়ের মৃত্যুর খবর শুনে শাশুড়ি স্ট্রোক করে। পরে সকালে তিনিও মারা যান।

ইন্দুরকানী থানার উপপরিদর্শক হেমায়েত উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য রেশমার লাশ পিরোজপুর মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।