বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালনে বগুড়ায় সনাকের মানববন্ধন

মুজাহিদুল ইসলাম জাহিদ
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩২৯ বার।

'বৈশ্বিক জলবায়ু ধর্মঘট' পালনের অংশ হিসেবে বগুড়ায় মানববন্ধন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমেটি (সনাক)। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় শহরের জিরো পয়েন্ট সাতমাথায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য- একটাই পৃথিবী একটাই বাংলাদেশ, বাঁচাও পৃথিবী বাঁচাও বাংলাদেশ বাঁচাও প্রজন্ম।

২৭ সেপ্টেম্বর  জাতিসংঘের জলবায়ু বিষয়ক জরুরি সম্মেলনকে সামনে রেখে, বিশ্বে শিল্পোন্নত দেশগুলোর কার্বন নিঃস্বরন কমানোর প্রতিশ্রুতি রক্ষার দাবিতে বিশ্বের ১২০ টি দেশে শিক্ষার্থীরা আন্দোলন করে। যা ‘বৈশ্বিক জলবায়ু ধর্মঘট’ নামে পরিচিত। এর ধারাবাহিকতায় টিআইবি দেশব্যাপী মানব্বন্ধন কর্মসুচি পালন করে।

শুক্রবার ঘণ্টাব্যাপি চলা ওই মানববন্ধনে সনাক সভাপতি মাসুদুর রহমান হেলাল বলেন, 'বিশ্বে কার্বন নিঃসরণকারী ও শিল্পোন্নত দেশগুলোর ক্ষতিপুরুণ দেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষরা বাস্তুহারা হয়ে পরছে। গবেষকরা বলছে গত ৫০ বছরে যে প্রভাব পরেনি তা এখন ২০ বছরে পরবে। তাই এখনই যথাযথ ব্যবস্থা নিতে হবে।'

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সনাক সহ-সভাপতি ওসমান গনী, সনাক সদস্য নিভা রাণী, সমুদ্র হক, টিআইবি এরিয়া ম্যানেজার জেসমিন আক্তার পান্না, মিডিয়া ব্যাক্তিত্ব খরশেদ রায়হান , আরাফাত রহমান, বিরল ও আম্বিয়া।

আগামী ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশন বসতে যাচ্ছে। এছাড়া ক্লাইমেট এ্যাকশন সামিটও অনুষ্ঠিত হবে। তার আগে এই ধর্মঘটকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। জলবায়ু এ্যাকশন সামিটে বিভিন্ন দেশের সরকার, ব্যক্তি খাত, সুশীল সমাজ, স্থানীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনও জলবায়ু সমস্যা সমাধানের জন্য উপস্থিত থাকবেন।