সৌদি পাঠানোর নামে গৃহবধূকে ঢাকায় এনে গণধর্ষণ, গ্রেফতার ১

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫২ বার।

সৌদি আরবে পাঠানোর নামে এক গৃহবধূকে ঢাকায় নিয়ে একটি বাড়িতে আটকে রেখে গণধর্ষণের আভিযোগে মাগুরায় সদর থানায় মামলা হয়েছে। পুলিশ শুক্রবার সকালে মামলার প্রধান আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে। নজরুল সদর উপজেলার আমুড়িয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। খবর সমকাল অনলাইন 

ওই গৃহবধূর অভিযোগ, সংসারে অভাব অনটন থাকায় তিনি বিভিন্ন স্থানে কাজ খুঁজছিলেন। এরই এক পর্যায়ে একই ইউনিয়নের বাসিন্দা নজরুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়। এ সময় নজরুল সৌদি আরবে পাঠানোর কথা বলে পাসপোর্ট এবং ভিসা বাবদ তার কাছ থেকে ৩৫ হাজার টাকা নেন। গত ১৩ আগস্ট নজরুল প্রশিক্ষণের জন্য সদরের লস্করপুরের নানা বাড়ি থেকে তাকে ঢাকার দারুস সালাম থানার পাশে মোকাররমের বাসায় নিয়ে যান। সেখানে নিয়ে তাকে আটকে রেখে নজরুল, মোকাররম ও আরজু শেখসহ অজ্ঞাত আরও দুইজন তাকে প্রতিনিয়ত ধর্ষণ করতে থাকে। এক পর্যায়ে গত ১২ সেপ্টেম্বর ভোরে তিনি ওই বাসা থেকে পালিয়ে গাবতলীতে এসে বাসে উঠে মাগুরায় ফিরে আসেন। 

মাগুরা থানার ওসি সিরাজুল ইসলাম জানান, নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।